মনোকিনিতে `হট` শমা সিকন্দর
টেলিভিশনে শাখা, সিঁদুর শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে নেহাতই গৃহবধূ কিংবা লক্ষী মেয়ে টাইপ চরিত্রেই বেশি দেখা গেছে তাঁকে। তবে টেলিভিশনের বাইরে তাঁর চেহারা একদম আলাদা। একেবারে হট অ্যান্ড সেক্সি লুক বলতে যা বোঝায় ঠিক তাই।
২০০৩ সালে 'ইয়ে হ্যায় মেরি লাইফ' ধারাবাহিকের মাধ্যমে টেলি দুনিয়ায় পা রেখেছিলেন শমা সিকন্দর।
শেষবার শমাকে দেখা গেছে বিক্রম ভাটের থ্রিলার 'মায়া' (২০১৬) ও শর্ট ফিল্ম 'সেক্সোহলিক'এ দেখা যায় শমাকে।
যদিও এখন আর তিনি সেই অর্থে টেলি দুনিয়ার সদস্য নন। সেসব ছেড়ে বেশ কয়েকবছর আগেই মার্কিন ব্যবসায়ীকে বিয়ে করে সেদেশে সেটেলড হয়েছেন অভিনেত্রী শমা সিকন্দর।
তবে মাঝে মধ্যেই তাঁকে তাঁর ফ্যানরা দেখতে পান। সৌজন্যে সোশ্যাল মিডিয়া। এবারও সোশ্যাল মিডিয়ার দৌলতেই ফের ধরা দিলেন শমা।