ছবি: নবমীর শেষ বেলায় কুমারী পুজো বরানগরের ওঙ্কারনাথ মঠে

Sun, 25 Oct 2020-7:22 pm,

নিজস্ব প্রতিবেদন: পুজোর শেষ লগ্ন। এ বছরের মতো বাঙালির মহোৎসবের বিদায়বেলা আসন্ন। আবারও একটা বছরের অপেক্ষা। 

নিউ নর্মালে এবার সবটাই অন্যরকম। হাইকোর্টের নির্দেশে এ বছর মণ্ডপের পুজো ছিল পুরোটাই ভার্চুয়াল। বেলুড় থেকে বারোয়ারি অধিকাংশ জায়গাতেই লাইভ সম্প্রচার হয়েছে পুজো।

 

যদিও করোনা আবহে সবদিক মাথায় রেখেই আচার অনুষ্ঠান মেনে পুজো সেরেছেন পুজো কমিটিগুলো। বাদ যায়নি বরানগরের ওঙ্কারনাথ মঠের পুজোও।

 

নবমীর শেষলগ্নে কুমারী পুজো সারলেন ওঙ্কারনাথ মঠের পুরোহিতরা। যদিও পুজোর চারদিন মঠের প্রবেশে ছিল বিধিনিষেধ। দূরত্ববিধি মেনেই দেবী দর্শন করেছেন স্থানীয়রা।

 

উল্লেখ্য, ওঙ্কারনাথের মূল মহারাজ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ক্ষেত্রে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে। পুজোর আগেও মহারাজদের অনেকেই করোনা পরীক্ষা করে সমস্ত নিয়মবিধি মেনেই পুজোর আয়জন হয়েছে। 

পুজোর মরশুমে শহরের চেনা ভিড়ের ছবি এ বছর চোখে পড়েনি আর। সবমিলিয়ে বলার অপেক্ষা রাখে না, করোনা পরিস্থিতিতে সচেতনতার পরিচয়ই দিয়েছেন শহরবাসী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link