অভিষেক ও বিদায়ী টেস্টে শতরান করেছেন যাঁরা ...

Mon, 10 Sep 2018-5:47 pm,

# রেগিনাল্ড ডাফ :  কেরিয়ারে দুটিই টেস্ট সেঞ্চুরি করেছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারটি। ১৯০২ সালে অভিষেক টেস্টে এবং ১৯০৫ সালে বিদায়ী টেস্টে।

# উইলিয়াম পনসফোর্ড : ১৯২৪ সালে অভিষেক টেস্টে ১১০ রান করেন এই অজি ব্যাটসম্যানটি। আর শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৬৬ রান করেন তিনি। যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রান।

 

# গ্রেগ চ্যাপেল :  ১৯৭০ সালে কেরিয়ারের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১০৮ রান করেন গ্রেগ। ১৯৮৪ সালে বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ১৮২ রান করেন তিনি।

# মহম্মদ আজহারউদ্দীন :   ১৯৮৪ সালে অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে ১১০ রান করেন আজহার। ২০০০ সালে শেষ টেস্টে ১০২ রান করেন মহম্মদ আজহারউদ্দীন।

# অ্যালিস্টার কুক : ভারতের বিরুদ্ধে নাগপুরে অভিষেক টেস্টে এবং ওভালে কেরিয়ারের শেষ টেস্টে শতরান করলেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। দুই ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে শতরান করেন তিনি। ক্রিকেটের ইতিহাসে তিনিই পঞ্চম ব্যক্তি এবং প্রথম ব্রিটিশ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link