২০২২ সালের আগে মহাকাশে মানব পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

Wed, 15 Aug 2018-9:43 am,

মহাকাশ গবেষণায় ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে ভারত। স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লায় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, ২০২২ সালে মহাকাশে মানব পাঠাবে দেশ।

লালকেল্লায় নরেন্দ্র মোদী বলেন, ''মহাকাশ গবেষণায় আমাদের বিজ্ঞানীদের স্বপ্নপূরণ হতে চলেছে। আমি খুশি হয়ে ঘোষণা করছি ২০২২ সাল অর্থাত্ ৭৫তম স্বাধীনতা দিবসের বছরে মহাকাশে মানব পাঠাবে ভারত''। 

প্রধানমন্ত্রী বলেন,''২০২২ সালের আগে কোনও ভারতীয় পুরুষ বা নারী তেরঙা হাতে নিয়ে মহাকাশে পা রাখবেন''।

মোদীর কথায়, ''বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে মানব পাঠাতে চলেছে ভারত''।   

শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মানববহনকারী যান মহাকাশে পাঠানোর তোড়জোড় শুরু করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।

আগামী কয়েকবছরে অন্তত ৩জন ভারতীয় নাগরিককে  পাঠানো হবে মহাকাশে। 

এই প্রকল্পে ৯০০০ কোটি টাকা খরচ হতে পারে। প্রথম দফায় সময় লাগবে ৪০ মাস। 

এই পরিকল্পনায় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে পৃথিবীর কক্ষপথে ৫-৭ দিনের জন্য পাঠানো হবে তিন জনকে। 

প্রকল্পের নাম ব্যোমনটস। সংস্কৃত শব্দ ব্যোমের অর্থ মহাকাশ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link