দীপাবলিতে জওয়ানদের মিষ্টিমুখ মোদীর
চলতি বছর উত্তরাখণ্ডের হর্ষিল সীমান্তে (ভারতৃচিন সীমান্ত) জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন মোদী।
নিজে হাতে জওয়ানদের মিষ্টিমুখ করান মোদী।
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করে আসছেন মোদী।
এর আগে সিয়াচেন, পঞ্জাব, হিমাচল প্রদেশ, গুরেজ-এ জওয়ানদের সঙ্গে দিওয়ালি কাটিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রবল ঠান্ডায় দেশরক্ষার দায়িত্বে অটল থাকার জন্য হর্ষিল সীমান্তে কর্তব্যরত জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।