স্বামী-স্ত্রী জুটিতে অর্থনীতিতে নোবেল, বাঙালি গবেষককে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
অর্থনীতিতে নোবেল জয়ের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ত্রী এস্থার ডুফলো ও আরও এক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে এবছর অর্থনীতিতে যুগ্মভাবে নোবেল পাচ্ছেন এমআইটি-র গবেষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়। এমআইটি-র গবেষক বলেন, "অর্মত্য সেনের পর দ্বিতীয় হওয়াটা সত্যিই একটা মর্যাদার। আলো ভালো কাজ করতে চাই।"
তাঁর দীর্ঘদিনের গবেষণায় বিশ্ব দারিদ্র দূরীকরণে দিশার খোঁজ করেছেন অভিজিৎ বাবু। সেই গবেষণার স্বীকৃতিতেই নোবেল পাচ্ছেন তিনি। নোবেল পাওয়ার পর তাঁর কথায় উঠে এল সেই দারিদ্র দূরীকরণের কথা-ই। দেশের কথা।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, "অনেক সময় ভোটের কথা, জনপ্রিয়তা, নাম কেনার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয়। তা না করে ভারতের মতো দেশের ক্ষেত্রে যেকোনও পরিকল্পনা করার ক্ষেত্রে আগে ভাবনাচিন্তা করা উচিত। কোনও সরকারি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত, তার মাধ্যমে কীভাবে সর্বাধিক সংখ্যক দেশের মানুষ উপকৃত হতে পারেন।"
"নোবেল পাব ভাবিনি। একেবারে অপ্রত্যাশিত।" নোবেল জয়ের পর ফোনে প্রথম প্রতিক্রিয়ায় জি ২৪ ঘণ্টাকে বলেন অভিজিৎবাবু। খানিকটা আবেগতাড়িত হয়ে বলেন, পুরস্কার পাওয়ার পর প্রথম বাবার কথাই মনে পড়ে। বাবা থাকলে খুব ভালো লাগত।"