`আমাদের চ্যাম্পিয়নদের জন্য গর্বিত`,নীরজ-সিন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করলেন PM Modi

Subhapam Saha Thu, 19 Aug 2021-12:29 pm,

১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে লালকেল্লায় বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোকিও অলিম্পিক্সে যাওয়া ভারতীয় অ্যাথলিটরা। টোকিও থেকে সাতটি পদক নিয়ে নীরজ চোপড়া ও মীরাবাঈ চানু ও পিভি সিন্ধুরা দেশে ফিরেছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে ভারতের টোকিয়োর পারফরম্যান্সই ছিল শ্রেষ্ঠ। লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর মোদী তাঁর বাসভবনে নীরজ-সিন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দেশের চ্যাম্পিয়ন অ্যাথলিটদের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন মোদী। ক্যাপশন দিলেন "আমাদের চ্যাম্পিয়নদের জন্য গর্বিত"।

১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। টোকিয়োতে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায়  অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের কেউ সেই নজির গড়লেন। 

টোকিও অলিম্পিক্সে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন চানু। ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস লিখেছেন তিনি। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতকে ভারোত্তোলনে পদক এনে দিয়েছেন চানু।

রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন পিভি সিন্ধু। আর এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন ভারতের স্টার শাটলার। সিন্ধু দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয়বার পদক জয়ের কৃতিত্ব গড়েছেন। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় জোড়া অলিম্পিক্স পদক জয়ের নজির গড়েছেন তিনি।

 

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে অলিম্পিক্স পদক এনে দিয়েছেন লভলিনা  বড়গোহাঁই। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিং হাত ধরে। ন'বছর পর ভারতের অলিম্পিক্স পদক এল বক্সিং থেকে। মেরি এবং বিজেন্দ্রর ঝুলিতে এসেছিল ব্রোঞ্জ। লভলিনাও পেয়েছেন ব্রোঞ্জ বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে

 

কুস্তির ৬৫ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন বজরং পুনিয়া। রেপেশাজে রাউন্ডের মাধ্যমে দেশকে ব্রোঞ্জ এনে দেন বজরং।

 

টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে রুপো এনে দিলেন রবি দাহিয়া (Ravi Dahiya) বৃহস্পতিবার কুস্তির ফাইনালে ৫৭ কেজি বিভাগে রুশ প্রতিপক্ষ জভুর উগুয়েভের কাছে ৭-৪ হেরেই রবিকে রুপোতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। 

প্রায় চার দশক পর অলিম্পিক্সে ভারতীয় হকি দল পদক জিতেছে। ভারত ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছে। মনপ্রীত-শ্রীজেশদের টিমের হাত ধরে ভারত ইতিহাস লিখেছে টোকিওতে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link