ক্লান্তিহীন PM Modi, আমেরিকা থেকে ফিরেই সংসদ ভবনের নির্মাণকাজের তদারকি
নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ২৪ ঘণ্টাও হয়নি। নতুন নির্মীয়মান সংসদ ভবন কাজ পরিদর্শনে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
জেটল্যাগ বা বিমানের ক্লান্তি নেই মোদীর। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নেমে পড়লেন।
রবিবার রাত ৮টা বেজে ৪৫ মিনিট নাগাদ পৌঁছন প্রধানমন্ত্রী। প্রায় ১ ঘণ্টা সেখানে কাটান।
সংসদের ভবনের নির্মাণকাজ নিজে জরিপ করেন।
ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনাও করতে দেখা গিয়েছে তাঁকে। নকশাও দেখেন।
খুঁটিয়ে দেখেন যাবতীয় কাজকর্ম। শ্রমিকদের সঙ্গে কথাও বলেন।
গত ৪ ফেব্রুয়ারি নির্মীয়মান সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমিপুজো করেছিলেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবন ২১ মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা।