Teacher`s Day : মাঝখানে শিক্ষক নরেন্দ্র মোদী, চারপাশে মন্ত্রমুগ্ধ ছাত্রী স্বপ্না-হিমারা
এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে সময়ও কাটান নরেন্দ্র মোদী।
অ্যাথলিটদের সঙ্গে হাজির ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর।
দেশের প্রধানমন্ত্রী যখন শিক্ষক। আর মন্ত্রমুগ্ধ ছাত্র-ছাত্রী দেশের অ্যাথলিটরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টাতেও মেতে ওঠেন অ্যাথলিটরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান গেমসে দুটো রূপোজয়ী দ্যুতি চাঁদ।
প্রধানমন্ত্রীর সঙ্গে আসামের হিমা দাস।
''তুমি দেশকে গর্বিত করেছো'', স্বপ্নার মাথায় স্নেহের স্পর্শ প্রধানমন্ত্রীর।
হেপ্টাথলনে সোনাজয়ী বাংলার মেয়ে স্বপ্না বর্মনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী।
সব শেষে অ্যাথলিটদের সঙ্গে ফটোসেশন করলেন প্রধানমন্ত্রী।