Madan Mitra: Modi বিরোধিতায় `চাওয়ালা` সাজলেন মদন মিত্র
নিজস্ব প্রতিবেদন: 'এক ভাঁড়, ১৫ লক্ষ'! মোদীর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মদন মিত্রের। ভবানীপুরের যদুবাবুর বাজারে চা বিক্রি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
নিজেকে 'চাওয়ালা' বলে পরিচয় দেন প্রধানমন্ত্রী স্বয়ং। ২০১৪-র লোকসভা ভোটের আগে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মোদী।
এবার সেই পথে হেঁটে ভবানীপুরে চা বিক্রি করলেন তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এক ভাঁড় চায়ের দাম ১৫ লক্ষ টাকা!
কেন এই সিদ্ধান্ত? মদন মিত্র বললেন, 'মোদীজি বলেছিলেন ১৫ লক্ষ টাকা দেবেন, দেননি। ২ লক্ষ লোকের চাকরি হয়নি। এখন এমনিতে যদি চা দিতে গেলে কেউ নেবে না, কিন্তু যদি বলি ১৫ লক্ষ টাকায় এক কাপ, তাহলে নেবে।'
এই অভিনব প্রতিবাদে সামিল হয়েছিলেন মদন মিত্রের অনুগামীরাও। তাঁদের মুখে ছিল প্রধানমন্ত্রীর মুখোশ।
মদন মিত্রের কথায়, 'আমার সঙ্গে কয়েকশো মোদী রয়েছে। সকলেই রাস্তা নেমে পড়েছে। বলছে, আমরা এবার সবাইকে চা খাওয়াব'।
দিন দুয়েক আগে Pegasus কাণ্ডে দক্ষিণ কলকাতায় অভিবাদ প্রতিবাদ জানিয়েছিলেন মদন। কালো পোশাক পরে, চোখে কালো বেঁধে, এমনকী কালো ঘোড়ায় চেপে রাস্তায় নেমেছিলেন তিনি।