PM-Kisan scheme : ন`কোটি কৃষকের অ্যাকাউন্ট-এ আজ ১৮০০০ কোটি টাকা দিলেন PM Modi
কৃষকদের আজ সত্যিই বড়দিন। ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ ১৮০০০ কোটি টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Pradhan Mantri Kisan Samman Nidhi scheme-এর কিস্তি হিসাবে এই টাকা দেওয়া হবে কৃষকদের।
ছটি রাজ্যের বাছাই করা কিছু কৃষকের সঙ্গে আজ আলোচনাও করবেন প্রধানমন্ত্রী। একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষকদের আলোচনা শুনবেন।
ফসলের ন্য়ায্য মূল্য থেকে বঞ্চিত ছিলেন কৃষকরা। গত দশ বছর ধরে কৃষকদের বঞ্চিত করে রেখেছে কংগ্রেস সরকার। এমনই দাবি করেছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।
এদিকে, দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন এখনও একই গতিতে চলছে। বরং প্রায় প্রতিদিনই আন্দোলরত কৃষকের সংখ্যা বাড়ছে। তবে এসবের মাঝেই প্রধানমন্ত্রীর টাকা প্রদান আন্দোলনরত কৃষকদের ক্ষোভ প্রশমিত করতে পারবে কি না সেটাই দেখার।
জাভরেকর দাবি করেছিলেন, গত দশ বছরে লোনের বোঝায় অসহায় অবস্থা হয়েছে দেশের সিংহভাগ কৃষকের। তবে বিজেপি সরকার কৃষকদের সেই লোনের বোঝা থেকে মুক্তি দেবে বলে দাবি করেছেন তিনি।
সরকারের তরফে বারবার আন্দোলনরত কৃষকদের বারবার বোঝানো হচ্ছে, নতুন তিনটি কৃষি আইন আখেরে তাদের ভালর জন্যই চালু করা হয়েছে। কিন্তু কৃষকদের স্পষ্ট দাবি, সরকার আইন প্রত্যাহার না করলে তাঁরা আন্দোলন থেকে সরবেন না।