৫ বছরে দেশকে প্রকাশ্যে শৌচমুক্তের ঘোষণা করে ২০২২-এর টার্গেট দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিবসে গ্রামীণ ভারতকে প্রকাশ্য শৌচমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাক দিলেন, ২০২২ মধ্যে, একবারই ব্যবহার করা যায় এমন প্লাস্টিক সম্পূর্ণ বর্জন করবে দেশ।
ক্ষমতায় আসার পর লালকেল্লার প্রথম ভাষণে স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করেন মোদী। ৫ বছরের টার্গেটও বেঁধে দেন।
আজ সবরমতী পাড়ে সরপঞ্চ সম্মেলনে প্রধানমন্ত্রী দাবি করেন, গত ৫ বছরে দেশে এগারো কোটি শৌচালয় তৈরি হয়েছে। সব রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী আজ গ্রামীণ ভারতকে প্রকাশ্য শৌচমুক্ত ঘোষণা করেন তিনি।
এবার স্বাধীনতা দিবসের ভাষণে, মহাত্মার দেড়শোতম জন্মদিবসেই দেশে সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধের কথা বলেন প্রধানমন্ত্রী। কিন্তু, প্লাস্টিক বন্ধ হলে সঙ্কটে পড়বে প্রায় ৪০ লক্ষ মানুষের রুটি-রুজি। সেকথা মাথায় রেখে স্বাধীনতার ৭৫ বছরের সময়সীমা সামনে রেখে আজ ধাপে ধাপে প্লাস্টিকের ব্যবহার বন্ধের কথা বলেন মোদী। সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ গান্ধীজিকে নিয়ে দেশে প্রথম আটকোণা ডাকটিকিট ও দেড়শো টাকার রূপোর কয়েন প্রকাশ করেন মোদী। ঘুরে দেখেন সবরমতী আশ্রম।