মধ্যপ্রদেশে পরাজয় হলেও রাহুলের চেয়ে `স্ট্রাইকিং রেট` বেশি মোদীর
মধ্যপ্রদেশে হেরে গিয়েছে বিজেপি। তবে ভোট প্রচারক হিসেবে রাহুল গান্ধীকে গোল দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে যেখানে দুজনে প্রচার করেছেন, সেই জায়গায় জেতা আসনের নিরিখে এগিয়ে নমো।
প্রচারের শেষভাগে ১০টি নির্বাচনী কেন্দ্রে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। তার মধ্যে ৬টিই জিতেছে বিজেপি।
জবলপুর ক্যান্টনমেন্ট, রেওয়া, ঝাবুয়া, জৈতপুর, ইন্দোর ৩ ও মন্দসৌরে জিতেছে বিজেপি। বলে রাখি, এই মন্দসৌরে জুলাইয়ে কৃষ বিক্ষোভে গুলি চালিয়েছিল পুলিস। প্রাণ হারিয়েছিলেন ৬জন কৃষক। এই ছটি কেন্দ্রে প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী।
শেষের দিকে যে ১০টি সভা করেছেন রাহুল, তার মধ্যে মাত্র ৪টি বিধানসভা কেন্দ্র ঝুলিতে পুরেছে কংগ্রেস। দামোহ, দেওরি বারঘাট ও কুকসিতে জিতেছে রাহুল গান্ধীর দল। বলে রাখি, দামোহতে ৩০ বছর বাদে জিতল কংগ্রেস।
মধ্যপ্রদেশে কোনওদলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৩০ আসনের বিধানসভায় ১১৪টি জিতেছে কংগ্রেস। ১০৯টি আসনে থেমেছে বিজেপি। তবে বসপার সমর্থন নিয়ে সরকার গঠন করতে চলেছে রাহুল গান্ধীর দল।