সময় বাঁচাতে রাজধানীতে আমজনতার সঙ্গে মেট্রোয় সওয়ার প্রধানমন্ত্রী
সময় বাঁচাতে ও ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে মেট্রোতে চড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এহেন কাণ্ডে অবাক মেট্রো যাত্রীরা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছিলেন দ্বারকার সেক্টর ২৫-এ। ঠিক সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে রেলেই সওয়ারি হলেন মোদী।
প্রধানমন্ত্রীর কনভয় থেমে যায় দৌলা কুঁয়া স্টেশনে। সেখানে সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেলে সওয়ারি হন। গন্তব্য দ্বারকা।
কোনও ভিভিআইপি গেলে যে জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে তা এড়িয়ে যেতেই ওই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। মাত্র ১৮ মিনিটেই তিনি দ্বারকা পৌঁছে যান।
প্রধানমন্ত্রীকে ট্রেনের মধ্যে পেয়ে অবাক হয়ে যান যাত্রীরা। অনেকেই তাঁর ছবি তুলতে থাকেন। অনেকে আবার সেলফি তোলার চেষ্টাও করেন।
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৫ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই সেন্টার।