সরকারি অনুষ্ঠানের পাশাপাশি,সাকিব-মাশরাফিদের সঙ্গে জমিয়ে আড্ডা Modi-র
বাংলাদেশে পৌঁছে একাধিক সরকারি অনুষ্ঠান, বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি মুর্তাজা সহ বাংলাদেশের মহিলা ক্রিকেট টিমের সঙ্গে কিছুটা সময় কাটালেন নমো।
মোদীর সঙ্গে সাক্ষাত করে সাকিব বলেন, মোদীর এই সফরে লাভবান হবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নত হবে। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করে সম্মানিত বোধ করছি।
দুদিনের বাংলাদেশ সফরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। শুক্রবার দুপুর নাগাদ ঢাকায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাত্তরের বীর সেনানিদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশকে ১২ লাখ করোনা ভ্যাকসিন ডোজ উপহার দেন প্রধানমন্ত্রী।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান।