পাঁচ রাজ্যে ধাক্কার পর অসমের ফলে যেন আত্মবিশ্বাস ফিরে পেলেন মোদী

Sat, 15 Dec 2018-10:48 pm,

পাঁচ রাজ্যে ক্ষমতা হারানোর পর সান্ত্বনা পুরস্কার অসমের পঞ্চায়েত নির্বাচন জয়। আর অসমের জয় যে প্রধানমন্ত্রীকে কতটা খুশি করেছে, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট। সাধারণ পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে ভাবে একের পর এক টুইট করলেন প্রধানমন্ত্রী, তা ইঙ্গিত দিচ্ছে তিন রাজ্য খুঁইয়ে চাপে আছেন মোদী। 

প্রধানমন্ত্রীর কথায়, ''উত্তর-পূর্বে বিজেপি ও তাঁর সহযোগীরাই ভোটারদের প্রথম পছন্দ হয়ে উঠছে''। এজন্য ভোটারদের অভিনন্দনও জানান মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই বার্তার আসল লক্ষ্য কিন্তু কংগ্রেস। বলে রাখি, উত্তর-পূর্বে আর একটিও রাজ্যে কংগ্রেসি রাজ নেই। মিজোরামও হাতছাড়া হয়েছে রাহুল গান্ধীর। 

প্রধানমন্ত্রী বলেন,''গত কয়েক বছর ধরে উত্তর-পূর্বে বিজেপিই হয়ে উঠছে প্রথম পছন্দ। উত্তর-পূর্বের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমরা উন্নতির নতুন নতুন শিখরে পৌঁছে যাচ্ছি''। 

প্রধানমন্ত্রী বলেন,''গত কয়েক বছর ধরে উত্তর-পূর্বে বিজেপিই হয়ে উঠছে প্রথম পছন্দ। উত্তর-পূর্বের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমরা উন্নতির নতুন নতুন শিখরে পৌঁছে যাচ্ছি''। 

নিজের দল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ''রাজ্যজুড়ে ভাল কাজ করার জন্য অসম বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের অসাধারণ কাজের জন্য এই ফল সম্ভব হয়েছে। আমি নিশ্চিত কর্মীরা এভাবেই সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করে যাবেন''। 

অসমের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 

তবে সাধারণ পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী এহেন প্রতিক্রিয়া দেখে অনেকেই চমকে গিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, পাঁচ রাজ্যে ধাক্কার পর অসম যেন খানিকটা স্বস্তি দিল মোদীকে। তার সঙ্গে যোগ হয়েছে সুপ্রিম কোর্টে রাফাল রায়। আর সেটা তাঁর বার্তা থেকেই স্পষ্ট।    

পাঁচ রাজ্য হারার পর বিজেপিকে অক্সিজেন দিয়েছে অসম। সে রাজ্যে ৭৭৬৯টি গ্রাম পঞ্চায়েত আসন জিতেছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে ৫,৮৯৬। বিজেপির শরিক অগপ জিতেছে ১৩৭২টি আসন। 

 

পাঁচ রাজ্য হারার পর বিজেপিকে অক্সিজেন দিয়েছে অসম। সে রাজ্যে ৭৭৬৯টি গ্রাম পঞ্চায়েত আসন জিতেছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে ৫,৮৯৬। বিজেপির শরিক অগপ জিতেছে ১৩৭২টি আসন। 

 

৯৪০টি গ্রাম পঞ্চায়েত সভাপতির আসন দখল করেছে বিজেপি। কংগ্রেস জিতেছে ৬৬২টি।  

৯৪০টি গ্রাম পঞ্চায়েত সভাপতির আসন দখল করেছে বিজেপি। কংগ্রেস জিতেছে ৬৬২টি।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link