দেশ-বিদেশ থেকে প্রাপ্ত উপহার নিলামে চড়াচ্ছেন মোদী, জানেন কেন?
দেশ-বিদেশ থেকে নানা উপহার পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ সফর থেকে বহুমূল্যের উপহার রয়েছে তাঁর সংগ্রহে। এই উপহারগুলি নিলামের ব্যবস্থা করতে চলেছে প্রধানমন্ত্রীর দফতর।
প্রায় ১৯০০টি উপহার নিলাম করা হবে। আর সেই নিলামের অর্থ খরচ করা হবে গঙ্গা সংস্কারে।
বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত পেন্টিং, মূর্তি, শাল, পাগড়ি, জ্যাকেট ও বাদ্যযন্ত্র চড়ানো হবে নিলামে।
দিল্লির ন্যাশনাল গ্যালরি অব মর্ডান আর্টে ২৭ ও ২৮ জানুয়ারি দুপুর ১২টায় নিলাম করা হবে।
সম্প্রতি জানা গিয়েছিল, বিদেশ সফরে ১২.৫৭ লক্ষ টাকার উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। ফাউন্টেন পেন থেকে গণেশের মূর্তি সামিল রয়েছে উপহারের ডালিতে।