স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় উপহার দিতে পারেন মোদী
স্বাধীনতা দিবসে নিজের ভাষণে বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জনধন যোজনায় মিলবে একাধিক সুবিধা।
৩২ কোটিরও বেশি জনধন অ্যাকাউন্টে জন্য বিভিন্ন সুবিধার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, জনধন যোজনায় ওভারড্রাফ্টের সুবিধা দ্বিগুণ করে ১০ হাজার টাকা করা হতে পারে। যাতে তাঁরা ছোটখাট ব্যবসা শুরু করতে পারেন।
জনধন যোজনায় ব্যাঙ্ক খাতা খোলার প্রক্রিয়া ফের চালু করার কথা ঘোষণা করতে পারেন মোদী।
সুখম বিমা যোজনায় রূপে ডেবিটকার্ডপ্রাপকদের দুর্ঘটনা বিমার অর্থ এক লক্ষ টাকা থেকে বাড়ানো হতে পারে।
বছরে ৩২.২৫ কোটি টাকার জনধন খাতা খোলা হয়েছে। ২০১৪ সালে এই প্রকল্প শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৫ সালের ১৪ অগস্টে শেষ হয় প্রথম পর্যায়।
৩২.২৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৮০,৬৭৪.৮২ কোটি টাকা। এবার রূপে ডেবিট কার্ড ব্যবহারে জোর দিতে চলেছে সরকার।
সরকারি সূত্রে খবর, আরও ১০-১২ কোটি মানুষের কাছে এই সুবিধা পৌঁছয়নি। এবার তাঁদের ব্যাঙ্ক খাতা খোলা হবে।