PM Narendra Modi With Calf: প্রধানমন্ত্রীর পরিবারে নতুন অতিথি, নাম রাখলেন `দীপজ্যোতি`
প্রধানমন্ত্রীর সংসারে নতুন অতিথি। দিল্লিতে তাঁর লোককল্যাণ মার্গের বাড়িতে রয়েছে গোরু। সেখানেই জন্ম নিয়েছে একটি বাছুর।
ওই বাছুরের কপালে একটি বিশেষ চিহ্ন রয়েছে। প্রধানমন্ত্রী ওই বাছুরের নাম দিয়েছেন দীপজ্যোতি। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বাছুরের কপালে একটি জ্যোতির চিহ্ন রয়েছে।
প্রধানমন্ত্রী ওই বাছুটিকে নিয়ে গিয়েছেন যেখানে তাঁর দূর্গা মূর্তি রয়েছে। সেখানেই বাছুরটিকে আদর করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বাছুরটির মাথায় একটি জ্যোতি চিহ্ন রয়েছে তাই তার নাম দীপজ্যোতি রাখা হয়েছে বলে জানিয়েছেন মোদী। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন বাছরটি খুবই মিষ্টি।
পশুপাখিকে অত্যন্ত ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনও তাঁকে গরুকে খাবার খাওয়াতে দেখা গিয়েছে। কোনও তিনি ময়ূরকে খাবার খাইয়েছেন। ছবি দেখেছে দেশের মানুষজন।
কিছুদিন আগে ময়ূরের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ভাইরাল হয়। নির্ভয়ে ময়ূর এসে কাবার খেয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর হাত থেকে। সেই ছবি দেখা গিয়েছে।