পঙ্গপাল তাড়াতে তারস্বরে সাইরেন বাজাচ্ছে মধ্যপ্রদেশের পুলিস ও দমকল কর্মীরা!
ইতিমধ্যেই রাজস্থানের ৩৩টি জেলার মধ্যে ১৬টি জেলাই পঙ্গপালের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। মাঠের পর মাঠ ছড়ানো শস্য কয়েক ঘণ্টার মধ্যেই সাবাড় করে দিচ্ছে এই পতঙ্গ! বিশেষজ্ঞদের মতে, এগুলিকে এখনই ঠেকানো না গেলে দেশের শস্য ভাণ্ডারেও টান পড়তে পারে!
রাজস্থান পেরিয়ে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। গুজরাত, পঞ্জাব, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশেও উপদ্রব শুরু হয়েছে পঙ্গপালের।
কোথাও কীটনাশক ছড়িয়ে, তো কোথাও আবার তারস্বরে বক্স বাজিয়ে বা শব্দ করে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মধ্যপ্রদেশে তারস্বরে সাইরেন বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করে চলেছেন সে রাজ্যের পুলিস ও দমকল কর্মীরা!
জানা গিয়েছে, বুধবার পঙ্গপালের ঝাঁক পান্না টাইগার রিজার্ভের সংলগ্ন এলাকায় বিশ্রাম নিয়েছে। সেখানে বনের গাছ খাওয়ার পাশাপাশি সংলগ্ন এলাকার ফসলেরও ক্ষতি করেছে।
পঙ্গপালের হানায় শস্যের ক্ষয়-ক্ষতি রুখতে ইতিমধ্যেই ১০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। পঙ্গপালের মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে স্থানীয় স্তরের সরকারি প্রতিনিধিদের।