৩৫ ডলারের বাটি নিলামে ৫ লক্ষ ডলার!
ধবধবে সাদা রঙের পোর্সেলিনের উপর নীল রঙের ফুলের কাজ। খুবই সুন্দর বাটিটি। বাড়ির কাছের এক দোকান থেকে বাটিটি কিনেছিলেন আমেরিকার কানেকটিকাটের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। দাম পড়েছিল ৩৫ ডলার। বাড়ি ফিরে বাটিটিকে ভাল করে দেখে তিনি বুঝতে পারেন এটি সাধারণ বাটি নয়।
সঙ্গে সঙ্গে ছুটলেন তিনি এক পুরাতত্ত্ববিদের কাছে। বাটি পরীক্ষা করে পুরাতত্ত্ববিদ যা বললেন, তাতে চোখ কপালে উঠল ওই ব্যক্তির।
জানা গেল, বাটিটি ১৫ শতকের মিং সাম্রাজ্যের সময়কার। ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত চিনে মিং সাম্রাজ্যের আধিপত্য ছিল। সে সময়েই রাজাদের জন্য মূল্যবান এই ধরনের পোর্সেলিনের বাসনপত্র ইত্যাদি ব্যবহার করা হত।
কিন্তু এ রকম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি জিনিস চিন থেকে আমেরিকায় কী ভাবে পৌঁছল তা ভেবেও আশ্চর্য হচ্ছেন বিশেষজ্ঞরা।
আপাতত সেটা পুরাতত্ত্ববিদদের মাথাব্যথা। কিন্তু ভয়ানক দামি এই বাটি নিয়ে কী করবেন ওই ব্যক্তি? তিনি ঠিক করলেন, বাটিটি নিলামে তুলবেন।
বিশেষজ্ঞদের কাছ থেকে যাচাই করে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বাটিটির দামও তিনি জেনে নিলেন। জানলেন এর দাম ৩ লক্ষ থেকে ৫ লক্ষ ডলার। আগামী ১৭ মার্চ তা নিলামে উঠবে।