Covid 19: সংক্রমণের হার ১৬% থেকে বেড়ে ১৯.৫% ভারতে, একদিনে ২.৮৬ লক্ষ নতুন ঘটনা
ভারতে দৈনিক কোভিড সংক্রমণের ঘটনা ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের পজিটিভিটির হার প্রায় ২০ শতাংশ হয়েছে। এই নিয়ে টানা ৩দিন দেশে ৩ লক্ষের কম সংক্রমণের ঘটনা ঘটেছে।
সক্রিয় ঘটনা এখন মোট সংক্রমণের ৫.৪৬ শতাংশ। দেশে কোভিড ১৯ রিকভারির হার ৯৩.৩৩ শতাংশে নেমে এসেছে। দৈনিক পজিটিভিটির হার ১৬.১০ শতাংশ থেকে বেড়ে ১৯.৫৯ শতাংশ হয়েছে। সাপ্তাহিক পজিটিভিটির হার হয়েছে ১৭.৭৫ শতাংশ।
ভারতের কোভিড ১৯ টিকাকরণ মোট ১৬৩.৮৪ কোটি ডোজ অতিক্রম করেছে। ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অন্তত ৭২ শতাংশ সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। এরমধ্যে ১৫-১৮ বছর বয়সী শিশুদের প্রায় ৫২ শতাংশকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জন্মের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৬০ শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়নি।
বুধবার দিল্লিতে ৭,৪৯৮টি নতুন কোভিড সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর আগে এই সংখ্যাটি ছিল ৬,০২৮। আগেরদিনের তুলনায় এই সংক্রমণের হার ২৪ শতাংশ বেশি। কোভিড সংক্রমণে এখনও ২৯ জনের মৃত্যু হয়েছে।