West Bengal Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দুরন্ত বৈশাখী ঝড়! কেন জারি কমলা সতর্কতা?

Thu, 09 May 2024-1:21 pm,

সকালের আবহাওয়ায় বলা হয়েছিল এই মুহূর্তে সব চেয়ে লক্ষ্যণীয় বিষয় হল তাপমাত্রার পতন। গত ৬ দিন ধরে ক্রমাগত নেমেছে কলকাতা-সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা। একই ছবি কলকাতাতেও। (তথ্য: অয়ন ঘোষাল) 

কতটা পতন? গত ১১ দিনে ১৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ নামল ৩০-এর ঘরে! (তথ্য: অয়ন ঘোষাল) 

বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি!‌ এই সময়ের স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম! ভাবা যায়, এই ঘোর বৈশাখে? (তথ্য: অয়ন ঘোষাল) 

তখনই বলা হয়েছিল, চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও এরকমই স্বস্তিতে কাটবে শহরবাসীর। আজও আকাশ প্রধানত মেঘলাই থাকবে। বলা হয়েছিল, বিকেল বা সন্ধ্যার পরে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। (তথ্য: অয়ন ঘোষাল) 

দেখা যাচ্ছে, সন্ধে পর্যন্ত হয়তো অপেক্ষাই করতে হবে না! এই মুহূর্তে আলিপুরে আবহাওয়া দফতর জানিয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই আসছে বৃষ্টি! ঠিক কী বলল আলিপুর? (তথ্য: অয়ন ঘোষাল) 

বলা হল, আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জেলায়-জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জানাল হল। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। পরে হাওয়ার গতিবেগ ৫০ কিমিও হতে পারে বলে জানানো হয়েছে। যেজন্য কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। (তথ্য: অয়ন ঘোষাল) 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link