কোহলিদের বিশ্বকাপ শুরু আজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

Wed, 05 Jun 2019-12:19 pm,

টানা দুটি ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা কিছুটা ব্যাকফুটে। ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নামার আগে ডুপ্লেসির দলের টলমল অবস্থা। অন্যদিকে, প্রথম ম্যাচের আগে ঝকঝকে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ-

ওপেনিংয়ে রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটি থাকবে। 

৪১টি ওয়ান-ডে সেঞ্চুরির মালিক বিরাট কোহলি নামবেন তিন নম্বরে। ফর্মে থাকা কোহলি কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন। 

প্রস্তুতি ম্যাচে রান পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন কে এল রাহুল। চার নম্বরে কে নামবেন তা নিয়ে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট-এর অনেকদিন ধরেই চিন্তা-ভাবনা চলছে। অবশেষে রাহুল সেই চিন্তা লাঘব করেছেন। 

মহেন্দ্র সিং ধোনি। ৩৭ বছর বয়সে এখনও চিম ইন্ডিয়ার মিডল অর্ডারে তিনিই বড় ভরসা। 

পার্ট টাইম স্পিনার। সেই হিসাবে আজ খেলতে পারেন কেদার যাদব। তবে আকাশ মেঘলা থাকলে কেদারের বদলে বিজয় শঙ্করের খেলার সম্ভাবনা বাড়বে। কারণ, টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক সেক্ষেত্রে বিজয়ের ফাস্ট মিডিয়াম বোলিং অ্যাডভান্টেজ পেতে চাইবে।

হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের এক নম্বর অলরাউন্ডার। লোয়ার অর্ডারে ব্যাটিং হোক বা কঠিন সময়ে উইকেট তোলা, তিনিই বড় ভরসা দলের।

কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা এমনিতেই স্পিন খেলতে অসুবিধায় পড়েন। ভারতীয় চায়নাম্যান তাই কার্যকরী ভূমিকা নিতে পারেন আজ।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। কুল-চা জুটি আজ কার্যকর হতে পারে। 

পেস অ্যাটাকে ভারতীয় দলের অন্যতম ভরসার মুখ জসপ্রিত বুমরা। 

ভুবনেশ্বর কুমার নাকি মহম্মদ শামি! সাম্প্রতিক ফর্মের বিচারে আজ শামির খেলার সম্ভাবনাই বেশি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link