সরকারি নির্দেশিকাই সার, আলু হাত দিলেই লাগছে ছ্যাঁকা
ক্রমশ ঊর্ধ্বমুখী আলুর দাম। আলুর দাম কমাতে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে নিয়ে বৈঠক করেছে রাজ্য।
সাত দিনের মধ্যে আলুর দাম কমানো না হলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার বলে আলু ব্যবসায়ীদের জানিয়েছিল নবান্ন। হিমঘর থেকে আলু বেরোবে ২২ টাকা প্রতি কেজি।
সাধারণ মানুষ ২৫ টাকা দরে আলু কিনতে পারবে। কিন্তু সেকথা বাস্তবে মেলেনি। রবিবার বাজারে আলুর দাম ৩২-৩৫ টাকার এর মধ্যে ছিল। টাস্কফোর্সের সদস্য কমল দে বলেন, “ আমফানের পর দাম বেড়েছে সব সবজির। সেই সুযোগে দাম বাড়ানো হচ্ছে আলুর।”
আগামী সপ্তাহে ফের সরকার বৈঠক করে আলুর দাম বেঁধে দিতে পারে। মানিকতলা বাজারে জ্যোতি আলুর দাম কেজি প্রতি ৩২ টাকা , চন্দ্র আলু কেজি প্রতি ৩৪ টাকা, গড়িয়াহাট বাজারে জ্যোতি আলু কেজি প্রতি ৩২ টাক, চন্দ্রমুখী আলু কেজি প্রতি ৩৫ টাকা। শিয়ালদহ বাজারে জ্যোতি আলু কেজি প্রতি ৩২ টাকা, চন্দ্র আলু কেজি প্রতি ৩৪ টাকা।