Pragya Nagra Viral Video: সুন্দরী মালয়ালাম সেলেবের গোপন ভিডিয়ো ফাঁস!
সেলেব দুনিয়াই নয়া ঝড়। ফাঁস হল সুন্দরী মালয়ালাম অভিনেত্রী প্রজ্ঞা নাগরার গোপন ভিডিয়ো।
নেটপাড়ায় ছড়িয়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন তিনি।
প্রজ্ঞা সাউথের মুভিতে আসার আগে ১০০-র অধিক কমার্শিয়ালে কাজ করেছেন।
প্রজ্ঞার বাবা ভারতীয় সেনাতে ছিলেন। যিনি চেন্নাইয়ে পোস্টেড ছিলেন কিছু সময়ের জন্য।
যদিও যে ভিডিয়োটিতে এখনও পরিস্কার না সেটা প্রজ্ঞা কিনা। অনেকের মতে সেটি একটি 'ডিপ ফেক' হতে পারে।