Ram Temple: নতুন বছরেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা! অযোধ্যায় থাকবেন মোদী, জানা গেল তারিখ...
রাম মন্দিরের উদ্বোধন কবে হবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু ঘোষণা করেনি মন্দির কমিটি। তবে মনে করা হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসের ২০-২৪ তারিখের মধ্যে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হতে পারে রাম মন্দিরের দরজা। এর মধ্য়েই রাম মন্দিরের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার একটা তারিখ জানা গেল।
মঙ্লবার রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র সংবাদসংস্থাকে বলেন, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হতে পারে। মন্দিরের একতলার নির্মাণের কাজ শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্য়ে।
নৃপেন্দ্র মিশ্র আরও বলেন, জানুয়ারির ২০-২৪ তারিখের মধ্যে কোনও একদিন অযোধ্যায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
অন্যদিক, বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা নিয়ে রা মন্দির ট্রাস্টের সাধারণ সভাপতি চম্পক রাই সংবাদমাধ্য়মে বলেন প্রাণপ্রতিষ্ঠা হতে পারে ২১, ২২ কিংবা ২৪ জানুয়ারি।
অন্যদিকে, মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস সংবাদসংস্থাকে জানিয়েছে মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি। প্রধানমন্ত্রীও ওইদিন অযোধ্যায় আসবেন।