৪৮ বছর বয়সে ক্যারিবিয়ান লিগে অভিষেক প্রথম ভারতীয় ক্রিকেটারের
বয়স ৪৮, তাতে কি! এই বয়সেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হল ভারতীয় ক্রিকেটার প্রবীন তাম্বের।
প্রবীন তাম্বেই প্রথম ভারতীয় ক্রিকেটার যাঁর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হল।
ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে সেন্ট লুসিয়া জুকসের বিরুদ্ধে সিপিএল-এ অভিষেক হল তাম্বের।
প্রথম ম্যাচেই মাত্র এক ওভার বল করার সুযোগ পান তিনি। তবে তাতেই একটা উইকেট তুলে নেন তাম্বে।
আইপিএল-এ রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন তাম্বে।