ছবি: শহিদ মিনার ঘেরা হল ব্যারিকেডে, অমিতের সভায় ধরতে পারে মাত্র ১৫ হাজার লোক
নিজস্ব প্রতিবেদন: রবিবার শহিদ মিনারে সভা করতে আসছেন অমিত শাহ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তার আগে শহিদ মিনার চত্বরে চলছে জোর প্রস্তুতি। সকাল থেকে সভাস্থলে তদারকি করেছেন বিজেপি নেতানেত্রীরা।
বিজেপির মহিলা কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পদ্ম পতাকা লাগানোয় স্বেচ্ছাসেবকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাঁরা।
প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, মুকুল রায়, রাহুল সিনহা, রাজু বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের সমস্ত নেতাদের দেখা গিয়েছে শহিদ মিনারে।
গোটা মাঠে চলছে পদ্ম পতাকা লাগানো। গেরুয়া ও সবুজ কাপড়ে ঘেরা হয়েছে গোটা মাঠ। কলকাতা পুলিস সূত্রে খবর, ব্যারিকেড দিয়ে ঘেরার জেরে কমপক্ষে ১৫ হাজার লোক ধরতে পারে শহিদ মিনারে।
গড়া হচ্ছে দুটি মঞ্চ। একটিতে থাকবেন অমিত শাহ-সহ ১২ জন নেতা। আর একটি মঞ্চে সাংসদ, বিধায়ক ও বিজেপির নেতারা। মাঠে লাগানো হয়েছে শতাধিক মাইক।