একুশের আগে কলকাতায় শুধু এক জায়গাতেই ডিম ভাতের আয়োজন! ক্ষোভ তৃণমূল কর্মীদের মধ্যে
কথা ছিল ২১ জুলাইয়ের দুদিন আগে থেকেই ডিম ভাত দেওয়ার কথা ছিল। কিন্তু কোথাও মিলল ডিম ভাত, কোথাও মিলল স্রেফ তরকারি ভাত। আর তা নিয়েই ক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে।
২১ জুলাই ঘিরে চরম উন্মাদনা তৃণমূল শিবিরে। শুক্রবার সকাল থেকেই চরম ব্যস্ততা গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কে। চলছে জোর কদমে রান্নাবান্না। আজ থেকেই অনেক তৃণমূল কর্মী সদস্য উপস্থিত হতে শুরু করেছেন।
খোঁজ নিয়ে দেখা গেল, গীতাঞ্জলি স্টেডিয়ামে উপস্থিত তৃণমূল কর্মীদের জন্য ছিল ডিম ভাতের আয়োজন। কিন্তু সেন্ট্রাল পার্কে গিয়ে দেখা গেল, তৃণমূল কর্মীরা খাচ্ছেন ভাত, বাঁধাকপি।
সেন্ট্রাল পার্কে গিয়ে দেখা গেল, এলাহি আয়োজন সেখানেও। প্রাতরাশ পাউরুটি আর কলা। দুপুরে ভাত, ডাল, আলু বাঁধাকপি, পটলের তরকারি। কাল থেকে এই মেনুতে যোগ হবে মহার্ঘ ডিম।
সেন্ট্রাল পার্কে রান্নার কাজে নিযুক্ত ১৫ জন ঠাকুর। জোগাড়ে সাহায্য করছেন ৩৫ জন। রয়েছে কড়া নজরদারিও। কিন্তু কেন সব জায়গার কর্মীরাই ডিম পেলেন না পাতে, তা নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে ইতিমধ্যেই।