মমতার শপথে গেস্ট-লিস্টে নাম সৌরভেরও!
বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টা ৪৫মিনিটে রাজভবনে শপথবাক্য পাঠ করবেন তিনি। এদিন শপথ নেবেন শুধু মমতাই। বাকি বিধায়কেরা ৬ ও ৭ মে-তে শপথ নেবেন। দিনতিনেকের সব অনুষ্ঠানই কঠোর ভাবে কোভিড প্রোটোকল মেনে আয়োজিত হবে।
সব চেয়ে সিনিয়র বিধায়ক হিসেবে প্রোটেম স্পিকার নির্বাচিত হবেন সুব্রত মুখোপাধ্যায়। তিনিই বুধবার শপথানুষ্ঠান পরিচালনা করবেন।
এদিন আমন্ত্রিতদের তালিকা সংক্ষিপ্ত কিন্তু চমকপ্রদ। সেখানে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমন্ত্রিত বিমান বসু।
থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থাকছেন প্রশান্ত কিশোর। থাকছেন প্রদীপ ভট্টাচার্যও।
কিন্তু সব চেয়ে বড় চমক সম্ভবত সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজেপি জিতলে সৌরভ বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুখ হতে চলেছেন, এমন একটা কথা বহুদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল। সেই প্রেক্ষিতে মমতার শপথে সৌরভের থাকাটা দারুণ ছবি হতে চলেছে।
শপথ নেওয়ার পরে নবান্নে মমতাকে গার্ড অফ অনার দেওয়া হবে।
এর পরে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম মিটিংটি করবেন। এবং সেটি কোভিড পরিস্থিতি নিয়ে।
এদিকে সেজে উঠছে নবান্ন। তার গায়ে লাগছে নতুন রঙের পোঁচ।