নেদারল্যান্ডস ও ভারতের অটুট বন্ধুত্বের বার্তা দিচ্ছে `মৈত্রী`, নামকরণ করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদন: নেদারল্যান্ডসের বোটানিক্যাল গার্ডেনে বন্ধুত্বের সুবাস ছড়িয়ে এখন আলো করে থাকবে 'মৈত্রী'।
'মৈত্রী' হচ্ছে হলুদ রঙের একটি নতুন টিউলিপ ফুলের প্রজাতি।
যার নামকরণ করলেন খোদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর সহধর্মিণী।
'মৈত্রী' হচ্ছে ভারতবর্ষ ও নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের প্রতীক।
নেদারল্যান্ডসের আমস্টারডামে বোটানিক্যাল গার্ডেন কেউকেনহফ।
রাষ্ট্রপতি কোবিন্দের এই সফরে সঙ্গী হয়েছেন দিলীপ ঘোষও।