Commercial LPG Price: দাম অনেকাই কমল রান্নার গ্যাসের, জেনে নিন কলকাতার দাম কত

Tue, 01 Aug 2023-5:31 pm,

আগস্ট মাসের প্রথম দিনেই নতুন দাম ধার্য চালু হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। দাম কমলো একশো টাকার কাছাকাছি।

 

মঙ্গলবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ৯৯.৭৫ টাকা। এমনটাই জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।

 

সিলিন্ডারের নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। এমনটাই জানিয়েছেন সংবাদসংস্থা।

আজ থেকে দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১৬৮০ টাকা।

দিল্লি মুম্বই ও কলকাতার মধ্যে কলকাতাতে ১৯ কেজির সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি। মুম্বইয়ে যেখানে ওই সিলিন্ডারের দাম পড়বে ১৬৪০.৫০ টাকা সেখানে কলকাতায় ওই দাম ১৮০২.৫০ টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link