ডিসেম্বর থেকে বাড়তে পারে টিভি, ফ্রিজ, ওয়াশিংমেশিন-সহ ভোগ্যপণ্যের দাম
টিভি-সহ ইলেকট্রনিক পণ্যের দাম বাড়তে পারে আগামী মাসে। উত্সবের পর ন্যূনতম লাভে ভোগ্যপণ্য বেচার পর দাম পর্যালোচনা করতে চলেছে সংস্থাগুলি।
বর্ধিত আমদানি শুল্ক ও ডলারের নিরিখে টাকার অবমূল্যায়নের জেরে বেড়ে গিয়েছে উত্পাদন খরচ। উত্সবের মরসুমে বিক্রিবাটা বাড়াতে দামে হেরফের করেনি ইলেকট্রনিক সংস্থাগুলি।
পণ্যের দাম ৭ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে প্যানাসনিক ইন্ডিয়া। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা দাম বাড়িয়ে দিয়েছে।
প্যানাসনিক ইন্ডিয়ার সভাপতি ও সিইও মনীশ শর্মা বলেন,''কয়েক মাস ধরে পড়ছে টাকার দাম। এর ফলে উত্পাদন ব্যয়ও বেড়ে গিয়েছে। গ্রাহকদের সস্তায় জিনিস দিতে চাই। আগামী মাসে ৫-৭% দাম বাড়াতে বাধ্য হচ্ছি''।
Haier India-র ইন্ডিয়ার সভাপতি এরিক ব্রাগাঞ্জা বলেন, ''উত্সবের মরসুমের পর স্বল্প লাভে আর ভোগ্যপণ্য বেচা সম্ভব হচ্ছে না'।
ওনাম থেকে দশেরা ও দীপাবলি- এই দুমাসে গোটা বছরের এক তৃতীয়াংশ ভোগ্যপণ্য বিক্রি হয় ভারতে।
সেপ্টেম্বরে ৩-৪ শতাংশ বৃদ্ধি হয়েছিল ইলেকট্রনিক পণ্যের। উত্সবের মরসুমে বিক্রিবাটার জেরে লাভ ঘরে তুলেছে সংস্থাগুলি। কিন্তু এবার বিক্রি পড়তির দিকে। ফলে আর অল্প মার্জিনে পণ্য বেচা সম্ভব নয়।
তবে কেরলে বন্যার জেরে ওনামে চলতিবছর লোকসানের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেছেন গোডরেজ অ্যাপ্লায়েন্সের ব্যবসা সংক্রান্ত প্রধান ও কার্যকরী সহ-সভাপতি কমল নন্দী।
তবে টিভির দাম এখনই না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সোনিয়া ইন্ডিয়া। বলে রাখি, উত্সবের মরসুমে টিভি, ফ্রিজের বিক্রিবাটা হলেও ওয়াশিংমেশিনের বিক্রিতে ভাটা পড়েছে।