করোনা মোকাবিলায় অনুদান নিয়ে এগিয়ে এলেন ATK-এর চার বাঙালি ফুটবলার
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রীড়াবিদরা। সে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হোক কিংবা নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের তৈরি করা ত্রাণ তহবিল- এগিয়ে আসছেন সকলেই । করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন আইএসএল চ্যাম্পিয়ন ATK-এর চার বঙ্গসন্তান। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান তুলে দিলেন প্রীতম-প্রবীর-প্রণয়-অরিন্দমরা।
জাতীয় দলের হয়ে খেলা তথা এ মরশুমে এটিকে-র অধিনায়ক প্রীতম কোটাল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
আইএসএলে দুরন্ত পারফরম্যান্স করা এটিকে-র আর এক বাঙালি ফুটবলার প্রবীর দাসও স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
এটিকে-এর আর এক বাঙালি ফুটবলার তথা জাতীয় দলের ফুটবলার প্রণয় হালদার স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ২০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন। সেই সঙ্গে ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ফুটবল কোচিং ক্যাম্পের দুঃস্থ ফুটবলারদের পাশাপাশি ব্যারাকপুর স্টেশন সংলগ্ন মানুষদের খাদ্যসামগ্রীও তুলে দিয়েছেন প্রণয়।
আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-র গোলের নিচে অতন্দ্র প্রহরী অরিন্দম ভট্টাচার্য ২৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে।