বছর শেষে বিরাট কোহলিকে হারিয়ে দিলেন পৃথ্বী শ
সব মিলিয়ে দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। এরই মধ্যে কত কী অর্জন করে ফেলেছেন বিরাট কোহলি। কিন্তু বছর শেষে এসে পরিসংখ্যান বলছে, কোহলিকে একটা জায়গায় হারিয়ে দিয়েছেন পৃথ্বী শ।
টেস্ট ও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে বছর শেষ করবেন বিরাট কোহলি। চলতি বছর টেস্টে তিনি রান করেছেন ১৩২২। একদিনের ক্রিকেটে করেছেন ১২০২।
চলতি বছরে টেস্টে কোহলির ব্যাটিং গড় ৫৫.০৮। ব্যাটিং গড়ের তালিকায় তিনি রয়েছেন ১২ নম্বরে।
এদিকে, চলতি বছরে মাত্র দুটি টেস্ট খেলেছেন পৃথ্বী। সব মিলিয়ে তিনটি ইনিংস। তাতে তিনি রান করেছেন ২৩৭। তাও মাত্র ২৫২ বল খেলে। অর্থাত্ পৃথ্বীর স্ট্রাইক রেট ৯৪.০৪।
ব্যাটিং গড়ের নিরিখে এই বছরের সেরা ব্যাটসম্যান পৃথ্বী। তিনি তালিকায় কোহলির থেকেও এগিয়ে।
ব্যাটিং গড়ের দিক থেকে ভারতীয়দের মধ্যে বছর শেষে মায়াঙ্ক আগরওয়ালও (৫৯) এগিয়ে রয়েছেন।