Prithvi Shaw `Dream House`: বান্দ্রায় পৃথ্বী কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট, টাকার অঙ্কের হিসেবে ক্যালকুটেরও হাঁফিয়ে যাবে!

Wed, 10 Apr 2024-5:12 pm,

ভারতের তরুণ ক্রিকেটার এবং দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ-এর সম্প্রতি মুম্বইয়ের পশ জায়গা বান্দ্রায় বিলাসবহুল নতুন বাড়ি দেখে থ নেটিজেনরা। ২২ বছর বয়সী ব্যাটিং প্রডিজি, স্বপ্নের শহরে তার স্বপ্নের বাড়ি তৈরি করতে খরচ করেছে প্রায় 16.5 কোটি টাকা।

কেসি রোডের শ'-এর বাড়িতে একটি বিস্তৃত ১৬৫৪-বর্গ-ফুট টেরেস রয়েছে, যা অনেকটা জায়গা। নিজেই বাড়ি তৈরি থেকে বাড়ির সম্পূর্ণ ডেকরেসনের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

বিস্তৃত টেরেস এলাকা ছাড়াও, বাড়ির জায়গা প্রায় ২২০৯ বর্গফুট, যা মুম্বইয়ের পরিভাষায় বিলাসবহুল হিসাবে বিবেচিত হতে পারে।

তরুণ মুম্বই ব্যাটার, ২-১৮ সালের আইপিএল নিলামে প্রথম ১.২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দেয়। সেই থেকে লিগের সবচেয়ে সম্ভাবনাময় প্লেয়ারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। 

আইপিএলের এই মরসুমে, পৃথ্বী শ এখন পর্যন্ত তিনটি ম্যাচে ১১৯ রান করেছেন, যার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি হাফ সেঞ্চুরি রয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link