Maharashtra Election 2024: উদ্ধবের দলের অন্যতম ধারালো চরিত্র প্রিয়াঙ্কার পরনে ৩০ হাজারি টি-শার্ট, ভোটের দিন তুলকালাম মুম্বইয়ে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সকাল থেকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিকে নজর ছিল সারা দেশের। মুম্বইয়ে সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের একাধিক তারকা, হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা ভোটদান করেছেন। তাদের মধ্যেই শিবসেনা ইউবিটি সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও গিয়েছিলেন ভোট দিতে।
এদিন সাংসদ তাঁর কালি আঙুলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'মাশাল সুপারমেসি! এমভিএ বিজয়!' তবে নেটিজেনদের নজর কেড়েছে তাঁর আউটফিট।
প্রিয়াঙ্কা ভোট দিতে গিয়েছিলেন নীল জিন্সের সঙ্গে বারবেরি ব্র্যান্ডের টি-শার্ট পরে। সাংসদের পোস্টটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়।
নেটিজেনরা তাকে বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক পরা নিয়ে তুলোধনা করে। কেউ কেউ দাবি করেছেন যে তিনি আজ ভোট দেওয়ার জন্য যে বারবেরি টিশার্টটি পরেছিলেন তার মূল্য ৩০ হাজার টাকা।
এক নেটিজেন তাঁকে 'ব্র্যান্ড কি দুকান' বলে কটাক্ষ করে। কেউ কেউ তাঁর ছবির সঙ্গে ব্র্যান্ডের সাইট জামাটির দাম-সহ ছবিও শেয়ার করেন।
তবে এই ট্রোলের পর চুপ থাকেননি প্রিয়াঙ্কা। নেটমাধ্যমে আর একটি পোস্টে লেখেন, 'আজকের আমার একটি ছবি বিজেপি আইটি সেলের ২টাকার ট্যুইটের টার্গেট পুরণ করেছে। আমি কথা দিচ্ছি ভবিষ্যতেও এই ট্রোলিংয়ের দোকান বন্ধ করতে দেব না।'