প্রিয়াঙ্কা নন, খোলামেলা নেকলাইন পোশাকে প্রথম প্রকাশ্যে আসেন দীপিকা, দেখুন
গ্র্যামির অনুষ্ঠানে নেকলাইন পোশাক পরে সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া
ডিজাইনার রাল্ফ রুসোর পোশাক পরে প্রিয়াঙ্কা যখন গ্র্যামির অনুষ্ঠানে হাজির হন সেই সময় থেকেই পাপারাতজির নজরে আসেন প্রিয়াঙ্কা
যদিও এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী নেকলাইন পোশাক পরে সামনে এলেন এমন নয়, এর আগে দীপিকা পাডুকন একাধিকবার নেকলাইন পোশাক পরে প্রকাশ্যে আসেন
কখনও হলিউড তারকা ট্রিপল এক্স-এর প্রমোশনে ভিন ডিজেলের সঙ্গে নেকলাইন পোশাক পরে প্রকাশ্যে আসেন দীপিকা
আবার কখনও কান ফেস্টিভ্যালে গিয়ে নেকলাইন পোসাক পরে সামনে আসেন দীপিকা
কখনও ফ্যাশন ম্যাগাজিনের জন্য ফোটশ্যুট করতে গিয়ে খোলামেলা পোশাক পরে সামনে আসেন দীপিকা পাডুকন
নেকলাইন পোশাক পরে এর আগে একাধিকবার সমালোচনার মুখে পড়েন দীপিকা, তা সত্ত্বেও মুখে কুলুপ এঁটেই তাকেন বলিউডের এই অভিনেত্রী
দীপিকার পর প্রিয়াঙ্কা এবার নেকলাইন পোশাক পরে প্রকাশ্যে আসতেই জোর তরজা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে
কেউ প্রিয়াঙ্কাকে লাজলজ্জাহীন মহিলা বলে কটাক্ষ করতে শুরু করেন
কেউ কেউ আবার প্রিয়াঙ্কার জন্য ভারতীয় মহিলারা লজ্জায় পড়ে যাচ্ছেন বলে আক্রমণ করতে শুরু করেন, যদিও শত সমালোচনার মুখে পড়েও চুপ করেই রয়ে যান পিগি চপস