যোধপুরের এই প্রাসাদে বসছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আসর
রাজস্থানের যোধপুরের এই উমেদ ভবন প্যালেসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। টানা তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান।
৩০ নভেম্বর থাকে প্রিয়াঙ্কা-নিকের সঙ্গীত-এর অনুষ্ঠান।
১ ডিসেম্বর হচ্ছে বিয়ে।
২ ডিসেম্বর থাকছে নিক প্রিয়াঙ্কার রিসেপশন।
প্রিয়াঙ্কা নিকের বিয়ের অনুষ্ঠানের জন্য উমেদ ভবন প্যালেসকে বেছে নেওয়া হলেও তাঁদের সঙ্গীত-এর অনুষ্ঠান ও ব্যচেলার নাইট'স পার্টির জন্য মেহেরানগড় দূর্গকে বেছে নেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা নিকের বিয়ের আসরে উপস্থিত আমন্ত্রিত থাকবেন মাত্র ২০০ জন অতিথি।
চোপড়া ও জোনাস দুই পরিবারের সদস্য ও তাঁদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই এই বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে যোধপুরের যে উমেদ ভবন প্যালেসে হচ্ছে সেটি মহারাজা উমেদ সিং এর তৈরি।
১৫ বছর ধরে ১ হাজারেরও বেশি কারিগর এই প্রাসাদটি তৈরি করেছিলেন।
১৯২৮ সালে এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় ১৯৪৩ সালে।
জানা যায় ১৯২০ সালে ভয়াবহ খরার মুখে পড়েন যোধপুরের কৃষকরা।
কৃষকরা সেসময় মহারাজা উমেদ সিংয়ের দ্বারস্থ হন।
মহারাজা উমেদ সিং কৃষকদের কর্ম-সংস্থানের জন্য এই প্রাসাদ নির্মাণ করেছিলেন।
বর্তমানে তাজ হোটেলের তরফে এই প্রাসাদটিতে পাঁচতারা হোটেল চালানো হয়।
কিছুদিন আগে সারা বিশ্বের অন্যতম সেরা ১৫টি হোটেলের মধ্যে এটি একটি বলে নির্বাচন করেন ট্রিপ অ্যাডভাইজাররা।
এই প্রাসাদ বা হোটেলের অন্দরমহল এককথায় অনবদ্য ও অসাধারণ।
বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর-রা যখন ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন তখন প্রিয়াঙ্কা-নিক বিয়ে করছেন এদেশের মাটিতেই।
গত ১৮ অগস্ট মুম্বইয়ে রোকা সেরিমনি সম্পন্ন হয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের।
এদিকে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের দিন (১ ডিসেম্বর) রয়েছে রণবীর-দীপিকার মুম্বইয়ের রিসেপশন পার্টি।