অঙ্কটা কয়েক কোটির ঘরে, বিয়ের আগের অনুষ্ঠানের জন্য প্রিয়াঙ্কা-নিকের কত খরচ হচ্ছে জানেন!

Tue, 27 Nov 2018-6:24 pm,

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস গাঁটছড়া বাঁধবেন যোধপুরের উমেদ ভবনে কিন্তু বিয়ের আগের অনুষ্ঠানেই তাঁদের খরচ হচ্ছে কমপক্ষে ৩.৯৩ কোটি। বিয়ের আগের অনুষ্ঠানে শুধুমাত্র থাকার জন্য এই বিপুল অর্থ ব্যায় হচ্ছে প্রিয়াঙ্কা-নিকের। পাশাপাশি বিয়ের অনুষ্ঠান যেখানে হবে, সেখানে নাকি চপারে চেপে যাবেন নিক-প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা 

উমেদ ভবনে থাকার জন্য প্রতিদিন ৬৪.৪০ লক্ষ করে খরচ হবে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের 

উমেদ ভবনে প্রেসিডেন্সিয়াল সুইটের প্রতিদিনের ভাড়া নেওয়া হবে ৫ লক্ষ করে 

২.৩০ লক্ষ করে ভাড়া নেওয়া হবে গ্র্যান্ড রয়াল সুইটের 

১.৪৫ লক্ষ করে ভাড়া নেওয়া হবে রয়াল সুইটের 

হিস্টোরিকাল সুইটের ভাড়া প্রতিদিন ৬৫,৩০০ করে 

উমেদ ভবনে প্যালেস রুমের প্রতিদিনের ভাড়া ৪৭,৩০০ করে 

মহেরনগড় দুর্গের পাশপাশি ৫ দিনের জন্য ভাড়া নেওয়া হচ্ছে উমেদ ভবন। সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ২২টি প্যালেস রুম, ৪২টি সুইট।যার মধ্যে ২৪টি হিস্টোরিকাল সুইট, ১০টি রয়াল সুইট, ৬ গ্র্যান্ড রয়াল সুইট এবং ২টি প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে 

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আগের অনুষ্ঠানের জন্য কমপক্ষে ৭৩ লক্ষ খরচ হচ্ছে বলে খবর 

মোহেরনগড় দুর্গে ৩ দিন ধরে বিয়ের আগের যে অনুষ্ঠান হবে, তার জন্য খরচ হচ্ছে কমপক্ষে ৪৩ লক্ষ

দুর্গের যে সেট আপ তার জন্য প্রতিদিন ১০ লক্ষ করে নেওয়া হলে, ৩ দিনে নেওয়া হবে ৩০ লক্ষ

২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মহেরনগড় দুর্গ ভাড়া নেওয়া হয়েছে, ওই ৩ দিন পর্যটকদের জন্য দুর্গ বন্ধ থাকে। দুর্গের সেট আপের জন্য কমপক্ষে  লক্ষ করে নেওয়া হচ্ছে। পাশাপাশি ওই গড়ে ভাড়া করা হয়েছে ৪০টি ঘর। ফলে, এক একজন অতিথির শুধু থাকার জন্য ১৮ হাজার করে খরচ হচ্ছে 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link