যোধপুরে রাজকীয় বিয়ে নিক, প্রিয়াঙ্কার!
যোধপুরে রাজকীয় বিয়ের আগে তলোয়ার দিয়ে কেক কাটে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে
ভাই সিদ্ধার্থ চোপড়া, বন্ধু তান্না দত্ত এবং তাঁর স্বামী সুদীপ দত্তের সঙ্গে প্রিয়াঙ্কা হাজির হন যোধপুরে
যোধপুরের মহেরনগড় দুর্গতে হাজির হন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া, বিয়ের জন্যই কি মহেরনগড়-কে বেছে নেন এই হাই প্রোফাইল জুটি, শুরু হয় গুঞ্জন
যোধপুরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে নিক, প্রিয়াঙ্কাকে স্বাগত জানান তাঁদের ভক্তরা
মঙ্গলবার যোধপুরে এসে পৌঁছন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া