বিয়ের পর প্রথম মধুচন্দ্রিমা সেরে এবার দ্বিতীয়বারের জন্য তৈরি প্রিয়াঙ্কা-নিক

Sat, 15 Dec 2018-5:56 pm,

যোধপুরে ২ দিন ধরে জাঁকজমকভাবে বিয়ে সারেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। বিয়ের পর ইতিমধ্যেই দিল্লিতে প্রথম রিসেপশন হয়েও গিয়েছে তাঁদের। প্রিয়াঙ্কা-নিকের প্রথম রিসেপশনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ ডিসেম্বর বসবে দ্বিতীয় রিসেপশন। কিন্তু, নিমন্ত্রণ, আমন্ত্রণের পালা শেষ করে প্রিয়াঙ্কা-নিক কি পরিকল্পনা করছেন জানেন?

নিক, প্রিয়াঙ্কার মুম্বই রিসেপশনে কারা কারা হাজির হবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি, তবে হাই প্রোফাইল সেলিব্রেশন সেরে তবেই মধুচন্দ্রিমার জন্য এই তারকা দম্পতি উড়ে যাবেন বলে জানা যাচ্ছে 

শত ব্যস্ততার মাঝেও বছরের শুরুতে একসঙ্গে সময় কাটাবেন নবদম্পতি, এমনই শোনা যাচ্ছে 

২০ ডিসেম্বর মুম্বই রিসেপশনের পরই প্রিয়াঙ্কারা মধুচন্দ্রিমার জন্য উড়ে যাবেন বলে 

মধুচন্দ্রিমার জন্য সইফ আলি খান এবং করিনা কাপুর খানের পছন্দের জায়গাকেই বেছে নিলেন প্রিয়াঙ্কা-নিক 

মধুচন্দ্রিমায় একান্তে সময় কাটানোর জন্য সুইতজারল্যান্ডকেই বেছে নেন এই হাই প্রোফাইল দম্পতি 

মধুচন্দ্রিমার জন্য এবার ইউরপের শহরকেই বেছে নিলেন তারকা দম্পতি 

প্রিয়াঙ্কা বা নিক এ বিষয়ে কেউ মুখ খোলেননি 

ঈশা অম্বানির সঙ্গীত সেরে ওমানে পাড়ি দেন প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, সেখানেই তাঁরা প্রথম মধুচন্দ্রিমা কাটিয়ে নেন বলে খবর 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link