যৌন হেনস্থাকারীর সঙ্গে যোগ প্রিয়াঙ্কার? বিয়ের আগেই বিতর্কে পিগি
আইবুড়োভাতের অনুষ্ঠানে যৌন হেনস্থায় অভিযুক্ত হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের প্রাক্তন স্ত্রী জর্জিনা চেপম্যানের তৈরি পোশাক পরেন প্রিয়াঙ্কা, এরপর থেকেই শুরু হয় বিতর্ক, একজন যৌন হেনস্থাকারীর প্রাক্তন স্ত্রীর ডিজাইন করা পোশাক প্রিয়াঙ্কা কীভাবে পরলেন, তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে
বহুদিন ধরে জর্জিনা তাঁর ভাল বন্ধু, ওয়েনস্টেইনের সঙ্গে তাঁর কোনও সম্পর্কও নেই, ফলে বিষয়টিকে গুলিয়ে ফেললে চলবে না বলেও সমালোচকদের জবাব দেন প্রিয়াঙ্কা
'ব্রাইডাল শাওয়ার'-এ যে পোশাক পরেছেন, তার সঙ্গে হার্ভে ওয়েনস্টেইনের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন প্রিয়াঙ্কা
যৌন হেনস্থাকারীদের বিরুদ্ধে ওঠা 'মি টু' ঝড়কে কি সমর্থন করেন না পিগি, এমন প্রশ্নও তুলতে শুরু করেন নেটিজেনরা
হার্ভে ওয়েনস্টেইনের প্রাক্তন স্ত্রী জর্জিনা চেপম্যানের ডিজাইন করা পোশাক কেন পরেছেন প্রিয়াঙ্কা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয় নেটিজেনদের মধ্যে
জর্জিনা চেপম্যানের ডিজাইন করা পোশাক নিয়েই শুরু হয় বিতর্ক
জর্জিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে হার্ভে ওয়েনস্টেইনের, জর্জিনা একজন সাবলম্বী মহিলা বলেও দাবি করেন প্রিয়াঙ্কা
জর্জিনার হয়ে মাঠে নেমেছেন প্রিয়াঙ্কা