Gangubai Kathiawadi: ৫ দিনে ৫০ কোটি আয়, প্রিয়াঙ্কা থেকে দীপিকা, আলিয়ার `গঙ্গুবাই` ফিরিয়েছিলেন যে অভিনেতারা
নিজস্ব প্রতিবেদন: পাঁচদিনে ৫০ কোটির দোরগোড়ায় সঞ্জয় লীলা বনশালির ছবি গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। ছবিতে আলিয়ার অভিনয় নজর কেড়েছে দর্শকের। কিন্তু এই ছবিতে অভিনয় করতে রাজি হননি বলিউডের তিন প্রথম সারির নায়িকা।
শোনা যায় গঙ্গুবাইয়ের চরিত্রটির প্রথম অফার পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও সে কথা স্বীকার করেননি পিগি চোপস।
শুধু প্রিয়াঙ্কা নয়, এই ছবির অফার পেয়েছিলেন রানি মুখার্জিও। কিন্তু নানা কারণে এই ছবি করতে পারেননি তিনি।
সঞ্জয় লীলা বনশালির রামলীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবত ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তাঁর কাছেও এই ছবি নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক। কিন্তু নানা কারণে তা ভেস্তে যায়।
গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয়ের অফার পেয়েছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী। ডেটের কারণে সেই ছবি করতে পারেননি নওয়াজ।
সূত্রের খবর, পার্থ সামথানের কাছেও এই ছবির অফার ছিল। সঞ্জয় লীলা বনশালির আগামী ছবিতে দেখা যাবে তাঁকে।