বিশ্বকাপ ২০১৯-এর প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি
৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এবার এই বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি।
বিশ্বকাপের জন্য ১০ মিলিয়ন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা) প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। বিপুল এই অর্থ পুরস্কার হিসাবে দেওয়া হবে টুর্নামেন্টজুড়ে।
চার মিলিয়ন ডলার পাবে চ্যাম্পিয়ন দল। রানার্স পাবে ২ মিলিয়ন ডলার।
সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুটি দল পাবে আট লক্ষ ডলার করে। এছাড়া প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছটি দলগুলিকে দেওয়া হবে এক লক্ষ ডলার করে। লিগপর্বে ম্যাচ জেতার জন্যও আর্থিক পুরস্কার থাকবে। প্রথম পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেওয়া হবে ৪০ হাজার ডলার।
ব্যক্তিগত পুরষ্কার অর্থাত্ প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিংবা অন্য পুরষ্কারের অর্থ কত হবে, তা এখনও প্রকাশ করেনি আইসিসি।