67th Filmfare Award : রেড কার্পেট মাত করলেন নতুন জুটি মিমি-প্রসেনজিৎ
৬৭তম ফিল্মফেয়ারের রেড কার্পেটে গ্ল্যামারাস লুকে দেখা গেল তারকা সাংসদ মিমি চক্রবর্তীকে।
ফিল্মফেয়ারের রেড গালিচায় মিরর ওয়ার্ক করা সোনালি রঙের গাউনের ঝলমলে লুকে দেখা গেল মিমিকে।
ফিল্মফেয়ারের রেড কার্পেটে নিজের টিমের সঙ্গে যাদবপুরের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
ফিল্মফেয়ারের রেড কার্পেট মাত করলেন নতুন জুটি মিমি-প্রসেনজিৎ।
ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিকি কৌশল, অনু মালিকের সঙ্গে এক ফ্রেমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ফিল্মফেয়ারের রেড কার্পেটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি পোস্ট করে অভিনেতা লিখেছেন গতকাল রাত ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।