অসমের শিলচরে বিক্ষোভের মুখে কবি শ্রীজাত, দেখুন এক্সক্লুসিভ ছবি
অসমের শিলচরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কবি শ্রীজাত। তাঁর হোটেলের কাঁচে ঢিল পড়ে বলে অভিযোগ।
হোটলের বাইরে শ্রীজাতকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন হিন্দুত্ববাদী সংগঠনের বেশ কয়েকজন যুবক।
হোটেলের ঘরেই আটকে ছিলেন শ্রীজাত। পরে পুলিসের নিরাপত্তায় বেরিয়ে আসেন তিনি।
'এসো বলি' নামে একটি সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীজাত। সংগঠকদের ঋণস্বীকার করে তিনি জানিয়েছেন, শিলচরের মানুষ তাঁকে আগলে রেখেছেন।
উত্তরপ্রদেশে যোগী সরকারকে বিঁধে একটি কবিতা লিখেছিলেন শ্রীজাত। তার মধ্যে একটি লাইন ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। হিন্দুত্ববাদী সংগঠনগুলি দাবি করেছিল, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কবি।