বিশ্বের সবথেকে হালকা উপগ্রহ কালামস্যাট V-2 উত্ক্ষেপণ করল ISRO

Fri, 25 Jan 2019-9:54 am,

বিশ্বের সবথেকে হালকা উপগ্রহ  কালামস্যাট V-2   উত্ক্ষেপণ করল ইসরো।

বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ওই উপগ্রহটি নিয়ে রওনা দেয়।    ভারতীয় সময় ১১.৩৭ মিনিটে উপগ্রহটি রওনা   দেয়। এর ওজন কাঠের চেয়ারের থেকেও কম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

১.২৬ কেজির এই উপগ্রহটি তৈরি করেছে চেন্নাইয়ের স্পেশ কিডজ ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থার ছাত্ররা।

এটি নির্মাণে খরচ হয়েছে ১২ লক্ষ টাকা। উপগ্রহটি নির্মাণ করতে সময় লেগেছে ৬ দিন।  তবে এই উপগ্রহ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করার পিছনে রয়েছে দীর্ঘ ৬ বছরের পরিশ্রম।

প্রসঙ্গত, "গুলাব জামুন" নামে  ৬২ গ্রাম ওজনের একটি উপগ্রহ তৈরি করা হয়েছিল । ২০১৭ সালে উত্ক্ষেপণ করেছিল নাসা। কিন্তু, উপগ্রহটি কক্ষপথে পৌঁছায়নি।

 এই উপগ্রহের সফল উত্ক্ষেপণের পর ইসরো-র প্রধান কে সিভান বলেন, “ভারতের প্রত্যেক ছাত্রের জন্য ইসরোর দরজা খোলা। আপনাদের উপগ্রহ আমাদের কাছে নিয়ে আসুন। আমরা উত্ক্ষেপণ করব। আসুন, আমরা একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হই, সুন্দর বিশ্ব গড়ে তুলি।”

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link