Puja Weather Update: পণ্ড বাঙালির সবচেয়ে বড় উৎসব! মহালয়ায় তো হচ্ছেই, দুর্গাপুজোতেও বৃষ্টি জারি...
আজ, ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। আর ২ তারিখই মহালয়া! (তথ্য: সন্দীপ প্রামাণিক)
গতকালের যে ঘূর্ণাবর্ত ছিল, তা থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে, যেটা দক্ষিণবঙ্গ হয়ে গিয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। (তথ্য: সন্দীপ প্রামাণিক)
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। আজ, বৃহস্পতিবার যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। আগামীকাল, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি কমবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হবে। (তথ্য: সন্দীপ প্রামাণিক)
২৮ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি চলবে ২৮ তারিখ। (তথ্য: সন্দীপ প্রামাণিক)
২৯ অক্টোবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। (তথ্য: সন্দীপ প্রামাণিক)
আগামী ১ অক্টোবর, মহালয়ার আগের দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। দু'তারিখ, মহালয়ার আগের দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। (তথ্য: সন্দীপ প্রামাণিক)
আর, এর এক সপ্তাহ বাদে, পুজোতেও বৃষ্টি হবে-- এখনও পর্যন্ত অন্তত তেমন আশঙ্কাই প্রকাশ করছে হাওয়া অফিস। কতটা বৃষ্টি হবে? ভেসে যাবে কলতাকা? ডুববে বাংলা? মাটি হবে পুজোর আনন্দ? এসব সময়ই বলবে। আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই। (তথ্য: সন্দীপ প্রামাণিক)